শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উদ্ভিদ তার মূল দিয়ে পানি শোষণ করে থাকে এবং পানিই কান্ড, শাখা প্রশাখা, পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গে স্থানান্তরিত হয়। পাতায় পৌছাবার পর পানি জাইলেম টিস্যু থেকে বের হয়ে পাতার সব কোষে ছড়িয়ে পড়ে। স্পঞ্জি প্যারেনকাইমা কোষসমুহের বহিঃপৃণ্ঠ সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন-ড্রাই অক্সাইড শোষণের জন্য সব সময় ভিজা থাকে। এজন্য সূর্যের তাপে গাছের পাতা গরম হয়ে শুকিয়ে যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ