শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময বায়ু মন্ডলের বিপুল পরিমান কার্বন-ড্রাই অক্সাইড গ্রহণ করে এবং বিপুল পরিমাণ অক্সিজেন বায়ুমন্ডলে ত্যাগ করে, পৃথিবীর সমস্ত জীব শ্বাসনের সময় অক্সিজেন গ্রহণ করে এবঙ কার্বন-ড্রাই অক্সাইড ত্যাগ করে। এর ফলে প্রকৃতিতে কার্বন-ড্রাই অক্সাইডের পরিমান বৃদ্ধি পায। পৃথিবীব প্রায় ৬২০ কোটি লোক শ্বাস প্রশ্বাসের সময় প্রতিদিন বাতাসে ১১০ কোটি পযৃন্ত কাবৃন-ড্রাই অক্সাইড ত্যাগ করে। এছাড়া মানুষের ঘরবাড়ি, যানবাহন ও শিল্পকারখানায় জ্বালানি ব্যবহারের পলে বছরে ১৫০০ কোটি টন কার্বন-ড্রাই অক্সাইড বায়ুতে মিশে। এভাবে প্রকৃতিতে তাপ বৃদ্ধি কারী কার্বন-ড্রাই অক্সাইডের পরিমান বৃদ্ধি পায়। কার্বন-ড্রাই অক্সাইড গ্রহণকারী একমাত্র জীব উদ্ধিত খাদ্য তৈরির সময এ কার্বন-ড্রাই অক্সাইডের পরিমানগত ভারসম্য রক্ষা করে। প্রকৃতিতে পানির প্রধান উৎস বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করে উদ্ভিদের উপর, সাগর, মহাসাগর, নদী ও অন্যান্য জলাশয় থেকে সূর্যতাপে পানি বাষ্প হয়ে বায়ুমন্ডলে ফিরে যায় এবঙ বায়ুর আদ্রতা বাড়ায়। বনাঞ্চল বা উদ্ভিদ প্রলাকায় বৃস্টিপাত বেশি হয়। কারণ উদ্ভিদ সালোক সংশ্লেসন ক্রিযায় বায়ুতে অক্সিজেন ছেড়ে দিয়ে এবঙ তাপ বৃদ্ধি কারী কার্বন-ড্রাই অক্সাইড শোষন করে পরিবেশকে শীতল করে ফলে বায়ু মন্ডলের বাষ্পীভুত পানি শীতল করে ফলে ফলে বায়ু মন্ডলের বাষ্পীভ'ত পানি শীতল ও ঘনীতূত হয়ে বৃষ্টি পাত ঘটায়, যে এলাকায় ব্যাপক হারে গাছপালা নিধন করে এলাকা প্রায় বৃক্ষশূন্য করা হয়েছে সে এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। কারণ ব্যাপক হারে বৃক্ষ নিধন করায় সে এলাকার বায়ু মন্ডলে আদ্রতা কমে যায় এবং বৃষ্টিপাত কম হয়। ফলে খরায় ফসলের ক্ষতি হয় এবং দৃর্ঘদিনের খরায় মরূকরণ শুরু হয়। গাছপালা বৃষ্টিপাত ঘটিয়ে পরিবেশ শীতল রাখে ফলে ফসল ভাল হয়, বনাঞ্জল সৃষ্টি হয় এবং রোগ বালাই কম হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ