Share with your friends
Sanjoyrand1

Call

প্রফেশনালদের চাহিদা সবসময়ই বেশি। BBA, MBA পড়তে হলে SSC পাশের পর HSC পাশের জন্য ২ বছরের অধিক সময় লাগবে তারপর BBA করতে তার আরও ৪ বছর সময় লাগবে- তারপর MBA করতে আরও ১ থেকে ২ বছর লাগবে। সুতরাং একজন শিক্ষার্থীকে Academic এই শিক্ষার জন্য ৭/৮ বছর সময় দিতে হচ্ছে সাথে খরচতো রয়েছেই। অন্যদিকে SSC/HSC এরপর একজন শিক্ষার্থী মাত্র ৪ থেকে ৪.৫ বছরে World Class Chartered Accountant হতে পারবে সাথে পাবে Oxford Brookes University, UK থেকে Applied Accounting-এ অনার্স ডিগ্রী।

Talk Doctor Online in Bissoy App