৬ গুণ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা চাঁদ আর পৃথিবীর জন্য এতো পার্থক্যের হবে না । পার্থক্যটা কেমন হবে এর ব্যাখ্যা এই উত্তরেই পরবর্তীতে দেয়া হয়েছে । প্রথমত, চড় মারার সময় এখানে যে বল কাজ করবে তা চাঁদের পৃষ্ঠের সাথে প্রায় সমান্তরালে ক্রিয়া করবে । আপনি অবশ্যই চড় মারলে ডান থেকে বাঁয়ে সমান্তরাল ভাবে হাত চালাবেন । সমান্তরালে থাকবে বলে চাঁদের অভিকর্ষ সেখানে কোনো কাজ করবে না । এটা পদার্থবিজ্ঞানের অতি পরিচিত সূত্র । অর্থাত্‍ চাঁদের অভিকর্ষ এখানে চড়ের ক্ষেত্রে নিষ্ক্রিয় । যেহেতু অভিকর্ষ কাজই করছে না তাই ৬ গুণ বেশি হবার প্রশ্নই উঠেনা । আর চড় তো আপনার বল প্রয়োগের ফলে ক্রিয়া করবে তাই না ? তাই এখানে চড় কতটুকু জোরে হবে তা আপনার হাত চালানোর উপরই নির্ভর করবে । তবে হ্যাঁ, চাঁদে এই চড়টা কিছুটা জোরেই[অল্প পরিমাণ] লাগবে কারণ সেখানে হাত বাতাসের বাধা পাবে না পৃথিবীর মতো । আরেকটা ব্যাপার । আপনার হাতকে আপনি কিছু হালকা অনুভব করবেন । তাই হাতটা আপনি একটু জোরেই চালাতে পারবেন । তবে সেটাও ৬ গুণ বেশি ক্রিয়া করবে না । তাছাড়া চড় বা ঘুষি মারার ক্ষেত্রে কিন্তু আমরা পা দিয়ে একটুখানি ফুটওয়ার্ক করে ব্যালেন্স করি । চাঁদে যেহেতু আপনি ৬ গুন কম অভিকর্ষ পাবেন তাই ব্যালেন্সিং করতে গিয়ে চড়ে অতটা জোর খাটাতে পারবেন না । অনেকটা পানিতে ডুবে কোনোকিছুকে বল প্রয়োগ করার ক্ষেত্রে যেমন হয়[বুঝাতে পেরেছেন আশা করি] । এসমস্ত বিষয় একত্র করলে দেখা যাবে যে আপনার চড়ের জোড় পৃথিবী থেকে অতটা বেশি হবে না । ৬ গুণ বলাটা মারাত্মক ভুল ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ