শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ওভুলেশান তথা ডিম্বাশয় থেকে ডিম্ব নিঃস্বরনের সময়কালে যৌন মিলন করলে গর্ভধারনের সম্ভাবনা থাকে। ওভুলেশান সাধারনত নারীর গত ঋজচক্র(পিরিয়ড) এর প্রথম দিন থেকে গননা করে ১৪ তম দিবসে হয়ে থাকে। একটি ডিম্ব ডিম্বাশয় থেকে নির্গত হবার পর প্রায় ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে - নিষেকের জন্য এ সময়কালের মধ্যে কোন শুক্রানু প্রজননতন্ত্রে উপস্থিত থাকা জরুরী। পুরুষের শুক্রানু নারীর প্রজননতন্ত্রে প্রায় সাত (৭) দিন পর্যন্ত জীবন্ত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে গর্ভধারনে সাফল্যের জন্য সর্বনিন্ম প্রতি ২ থেকে ৩ দিন অন্তর যৌন মিলন করা জরুরী। আপনাকে মাসের ১৪ তম দিনের জন্য অপেক্ষা করতে হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ