শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১৯ এপ্রিল ২০০৬ এ প্রকাশিত পাইজার কর্পোরেশান (বিশ্ববিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান - ভায়াগ্রা প্রস্তুতকারী) এর তত্বাবধানে পরিচালিত এক জরিপে দেখা গেছে বিশ্বজুড়ে পুরুষ তাদের যৌন জীবনে নারীর চেয়ে অধিক সুখী। জরিপে ২৯ টি দেশের ১৩,৮২২ নারী এবং ১৩,৬১৮ জন পুরুষ অংশ নেন। সব অংশগ্রহনকারী গড়পড়তা ৪০ বছর বয়সী ছিলেন। "অংশগ্রহনকারীরা কোথায় বসবাস করছেন তা ব্যাপার নয় - তবে সব স্থানেই পুরুষের যৌন সুস্বাস্থ নারীর তুলনায় ভাল" - এ্যাডওয়ার্ড লওম্যান, পিএইচডি, ইউনিভার্সিটি অব শিকাগো। সঙ্গীদের মাঝে শাররীক এবং মানসিক তৃপ্তির হারের উপর ভিত্তি করে যৌন সুস্বাস্থের অবস্থান জানার জন্য এ জরিপ চালানো হয়। আন্তঃজাতিক যৌন জরিপঃ জরিপে অংশগ্রহনকারীদের বিক্ষিপ্তভাবে নির্বাচন করা হয়। তাদেরকে বলা হয় তাদের পরিচয় গোপন রাখা হবে। জরিপে নিন্মোক্ত প্রশ্নগুলোও যুক্ত ছিল: মোটের উপর গত ১২ মাসে কতটা সুখি ছিলেন (শাররীক, পারিবারিক, সামাজিক এবং কাজের ক্ষেত্রে)? গত ১২ মাসে আপনার সঙ্গীর সাথে শাররীক সম্পর্কে কতটা তৃপ্ত ছিলেন? বিগত ১২ মাসে আবেগ-অনুভবে কতটা সুখি ছিলেন আপনার জীবনসঙ্গীর সাথে? যদি আপনাকে আপনার বাকী জীবন এখন যে রকম যৌনকার্য এবং যৌনস্বাস্থ নিয়ে আছেন সে রকম থাকতে হয় - তাহলে এ বিষয়ে আপনার কেমন অনুভুতি হবে? এছাড়াও অংশগ্রহনকারী ব্যক্তিদের আরো কিছু বিষয়ে "হ্যাঁ" কিংবা "না" বোধক জবাব দেয়ার জন্য বলা হয়, তা হল - বয়স্ক মানুষ যৌন মিলন করতে চান না। "সত্যিকারের পুরুষ" যে কোন সময় যৌন মিলন করতে প্রস্তুত। যৌন আকঙ্খা নিয়ন্ত্রনে নারী পুরুষের চেয়ে অধিক শক্তিশালী। পুরুষের যৌনক্ষুধা নিবারন করা নারীর/স্ত্রীর এক প্রকার কর্তব্য। যৌন সুস্বাস্থ সম্পর্কে বিশ্বের বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গিঃ গবেষকগন জরিপকৃত দেশগুলোকে তিনটি বিভাগে ভাগ করেছেন - বিভাগ ০১: পশ্চিম ইউরোপ, মেক্সিকো, অষ্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা, আমেরিকা। বিভাগ ০২: আলজেরিয়া, মিশর, ইসরাইল, ইতালী, মরক্কো, তুরষ্ক, কোরিয়া, মালেয়েশিয়া, ফিলিপাইন, ব্রাজিল। বিভাগ ০৩: চীন, ইন্দোনেশিয়া, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড। ০১ নং বিভাগের মানুষ সর্বচ্চ হারে যৌনতৃপ্তি প্রাপ্ত। কিন্তু ০২ নং বিভাগের মানুষ অন্যান্য বিভাগের মানুষের চেয়ে যৌনতা বিষয়ে বেশি গুরত্ব দিয়ে থাকে। ০৩ বিভাগ জরিপের সর্বদিক থেকেই সর্বনিন্ম অবস্থানে আছে। গবেষনার ফলাফলে পরিশেষে বলা হয়েছে যে, সংস্কৃতি এবং চিন্তা-ধারার পার্থক্যের কারনে যৌন-স্বভাব এবং অভ্যস্ততায় পশ্চিমা দেশের মানুষ প্রাচ্যের মানুষের চেয়ে অধিক সুখকর যৌন জীবনের অধিকরী। এবং বেশিরভাগ মানুষের কাছে বয়সের ব্যবধানের চেয়ে সুস্থ শরীর-ই যৌনসুখের জন্য প্রধান বিবেচ্য বিষয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ