শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুত্রথলী মুখের পেশীর গঠনবিকৃতি, রক্তচাপ নিয়ন্ত্রনে ব্যবহৃত কিছু ঔষধের পাশ্বপ্রতিক্রিয়া, অধিক হস্তমৈথুন/টিএমএস (টিএমএস সম্পর্কে পুর্বে আলোচনা করা হয়েছে, না পড়লে পেইজের নোট সেকশান দেখুন) কিংবা অন্যকোন কারনে মুত্রথলী মুখ খোলা-বন্ধ করা নিয়ন্ত্রক স্নায়ু ধ্বংসপ্রাপ্ত/কার্যকারীতা হারালে বীপরীতমুখী বীর্যস্থলন সমস্যা দেখা দিতে পারে। বীপরীতমুখী বীর্যস্থলনের অন্যন্য কারন সমুহঃ মুত্রথলী মুখে অস্ত্রপ্রচার। মুষ্ক / অন্ডকোষে অস্ত্রপ্রচার। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনের জন্য ব্যবহৃত ঔষধের পাশ্বপ্রতিক্রিয়ায় অন্ডকোষ বড় হয়ে যাওয়া কিংবা অন্ডকোষের কার্যপ্রকৃতি পরিবর্তিত হয়ে যাওয়া। ডায়াবেটিসের কারনে স্নায়ু ধ্বংসপ্রাপ্ত হওয়া। স্পাইনাল কড তথা মেরুদন্ডে ইনজুরী। ইত্যাদি... বীপরীতমুখী বীর্যস্থলন এর লক্ষনসমুহঃ উল্টামুখী বীর্যস্থলনের অতি পরিচিত লক্ষনগুলো হলো --বীর্যহীন চরমানন্দ (ড্রাই ওরগ্যাজম - পুর্নতৃপ্তিতে বীর্য বের না হওয়া)।-খুব অল্প পরিমানে বীর্য নির্গত হওয়া।-পুরুষ বান্ধত্ব্য। বীপরীতমুখী বীর্যস্থলনের চিকিৎসা পদ্ধতিঃ উল্টাধাবিত বীর্যস্থলনের চিকিৎসা এ রোগের কারনের উপর ভিত্তি করে করা হয়। এ সমস্যার কারন যদি কোন ঔষধের পাশ্বপ্রতিক্রিয়ায় হয়ে থাকে তাহলে ওই ঔষধ সেবন বন্ধ করতে হবে। বীপরীতমুখী বীর্যস্থলন যদি কোন শাররীক কারনে হয়ে থাকে তাহলে অস্ত্রপ্রচারের প্রয়োজন হতে পারে। তাছাড়া ডায়াবেটিস কিংবা উচ্চরক্তচাপের প্রভাবে এ সমস্যা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট রোগের চিকিৎসার মাধ্যমে সমস্যা থেকে উত্তোরনের চেষ্টা করা যেতে পারে। বীপরীতমুখী বীর্যস্থলনের সমস্যঃ উল্টাধাবিত বীর্যস্থলনের বহুল প্রচলিত সমস্যা তথা প্রধান সমস্যা হলো "সন্তান জন্মদানে অক্ষমতা"। পুরুষ বান্ধত্ব্যের একটি অন্যতম কারন হতে পারে উল্টাধাবিত বীর্যস্থলন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ