শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ধরা যাক, আপনি ২০ তলা উঁচু ভবনের ছাদ থেকে একটা পিঁপড়া নিচে ফেলে দিলেন। এতে যে তার মরার কোনো আশঙ্কা নেই, তা সবাই বোঝে। কারণ, এত হালকাভাবে সে মাটিতে পড়বে যে টেরই পাবে না। সাধারণভাবে আমরা ধরে নিই যে পিঁপড়ার ওজন কম বলেই তার কিছু হয় না। কথাটা এক অর্থে ঠিক। কিন্তু এর ভেতরে আরও কিছু হিসাব আছে। কোনো প্রাণীর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা—প্রতিটির পরিমাপ যদি ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনি, তাহলে তার ওজন এক হাজার ভাগের এক ভাগ কমে যাবে। কিন্তু এর পৃষ্ঠতল কমবে মাত্র ১০০ ভাগের এক ভাগ। ফলে উঁচু থেকে ছোট পোকামাকড় যে শক্তিতে নিচের দিকে পড়ে, তার ১০ গুণ বেশি প্রতিবন্ধকতা তার ওপর কাজ করে। তাই তার তেমন কিছু হয় না। আমরা বলতে পারি, ৩০ তলা কোনো ভবনের ওপর থেকে একটি তেলাপোকা পড়ে গেলে, মাটি যদি একটু নরম হয়, তাহলে সে এত উঁচু থেকে পড়েও দিব্যি হেঁটে চলে যাবে। ধেড়ে ইঁদুর মারা যাবে। মানুষের হাড়গোড় ভেঙে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ