MR Hossain

Call

আয়নিক যৌগ সমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। এক্ষেত্রে যৌগসমূহের ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহ নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং বিদ্যুৎ অপরিবাহিকতা প্রদর্শন করে ।কিন্তু গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নসমূহ মুক্তভাবে পরিভ্রমণ করতে পারে।ফলে ক্যালসিয়াম ক্লোরাইড বা এরূপ আয়নিক যৌগ সমূহ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়ন স্থানান্তরের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। CaCl2--Ca²+(l)+2Cl-(l) [গলিত অবস্থায়]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ