Share with your friends

কোথায়, আমি তো এখন freebasic দিয়ে এ কথা গুলো লিখলাম .. কোন সমস্যা হয় নাই তো। freebasic থেকে bissoy answer এ যাওয়ার পর দেখবেন যে উপরে একটা link দেওয়া আছে ..সে link এ click করলে দেখবেন যে মূল site এ নিয়ে গেছে। আশাকরি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App

বিস্ময় আনসারস ফ্রি বেসিকস দিয়ে চালানো যাচ্ছে। 

এজন্য Bissoy answers এ ক্লিক করুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।

    DoctorsMedicineQuestionsJobs

তারপর এতে অবস্থিত লিংকে(www.bissoy.com/old) এ ক্লিক করে বিস্ময় চালান।

Talk Doctor Online in Bissoy App
Call

কেথায় আমরা সবাই তো free basics দিয়ে লিখছি।আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ।আপনি দয়া করে যদি ওখানে www.bissoy answer.com থাকে তাহলে সেই লিংটিতে আলতো করে চাপ দিবেন দেখবেন আপনি বিশ্ময় আনসারে ঢুকে গেছেন। ধন্যবাদ ! বিশ্ময় আনসারের সাথে থাকুন।

Talk Doctor Online in Bissoy App