image


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রশ্ন এবং উত্তরের তারিখটি কি খেয়াল করেছেন? খেয়াল করে থাকলে এ প্রশ্নটি আপনার মধ্যে নিশ্চয়ই জাগ্রত হতো যে এতদিন হয়ে গেলো এই সামান্য অন্যায়টুকু কারো চোখে ধরা পড়লো না কেন? আসলে তখন ছিলো বিস্ময়ের শিশুকাল, আর এখন শৈশব পেড়িয়ে যৌবনে পদানত। সুতরাং শিশুকালে বিস্ময় পরিচালিত হতো এক আইনে তেমনি শৈশব কিংবা কৈশোরেও ছিল আর এক আইন আর এখন যৌবনে এসে চলছে অন্য আইনে। ভবিষ্যতে বিস্ময়ের প্রয়োজনে আরও নতুন আইন তৈরী হবে কিংবা নিয়মনীতি ঢেলে সাজানো হবে। যতদিন বিস্ময় থাকবে বিস্ময়ের প্রয়োজনে নিয়মনীতির পরিবর্তন পরিবর্ধন চলতেই থাকবে। বলাবাহুল্য, তখন বিস্ময়ে যিনি প্রশ্ন করতেন তিনিই তার প্রশ্নের উত্তর করতে পারতেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ