তিনটি ঘর, যেকোনো একটা ঘরে তোমাকে ঢুকতে হবে। প্রথম ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল ভয়ংকর ডাকাত। তৃতীয় ঘরে আছে দশটা সিংহ, যেগুলো তিন বছর ধরে কিছু খায়নি। কোন ঘরটা তোমার জন্য নিরাপদ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তৃতীয়টা আমার জন্য নিরাপদ। কারন সিংহ গুলো তিনদিন ধরে খায় নি তাই বেচে নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মনে হয় ৩য় ঘর দিয়ে ঢুকবো।কারণ ৩ বছর কোনো প্রানী না খেয়ে বাঁচতে পারে না।যেহেতু ১০টি সিংহ না খেয়ে ৩ বছর রয়েছে সেহেতু তারা কেউ বেঁচে নেই। তাই আমি ৩য় ঘরে ঢুকব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

প্রথম ঘরে ঢুকলে নির্ঘাত মৃত্যু দ্বিতীয় ঘরে মৃত্যুর আশংকা আর তৃতীয় ঘরে       সিংহ    তিন বছর না খেয়ে আছে  কোনো প্রাণী  তিন বছর না খেয়ে  বাঁচতে পারেনা।  সিংহগুলো জীবিত নয় এটা শতভাগ সত্য তাই সিংহের ঘরটি নিরাপদ।          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ