আমি মাদরাসার ছাত্র। আমার ইচ্ছে আছে আলেম হওয়ার। একজন দক্ষ সাংবাদিক হবো। কিন্তু আমাদের কওমি মাদরাসা থেকে তো ভর্তি হওয়া যাবেনা। তাই আমি সিদ্ধান্ত নিলাম আলিয়া মাদরাসায় পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিবো। মাদরাসার পড়াশোনা শেষ হতে চার বছর বাকি। এদিকে জেডিসি না দিয়ে দাখিলও দেয়া যায় না। ক্লাস এইটে ভর্তি হওয়ার জন্য জন্ম নিবন্ধন কার্ডে দেখি বয়স লেখা ২০০১। মূলত ২০০০ হবে। ভাবলাম পরিবার থেকে কমিয়ে দিয়েছে। ইউনিয়ন পরিষদে গেলে দেখি অনলাইনে ১৯৯৮ সাল দেওয়া! তারিখও ভুল! তারা জানায় এটা এখন চেঞ্জ করা যাবেনা।  সার্ভার নাকি বন্ধ।  তাও আবার কোন সার্টিফিকেট লাগবে। আমার কোন সার্টিফিকেট নেই। কারণ আমাদের সার্টিফিকেট তো একেবারে পড়াশোনা শেষে দেয়।  এখন আমি ভর্তি হতে গেলে, বয়স কত দিতে হবে? আর জন্ম নিবন্ধন কার্ড ডুপ্লিকেট করে যদি বয়স কমিয়ে দিই, তাহলে এই বয়সের উপর জেডিসির সার্টিফিকেট আসবে। তখন এটা দেখেই জন্মনিবন্ধন চেঞ্জ করতে বাধ্য হবে তারা।  কিন্তু কথা হল, আমি যদি ডুপ্লিকেট কপি দিয়ে ভর্তি হতে যাই, তখন কি তারা মূল কপি চাইবে? অনলাইনে মিলিয়ে দেখবে কিনা?  আর অনেকে ক্লাস ফাইভের সার্টিফিকেট ছাড়া ভর্তি হয়েছে। আমি আজ জানতে পারলাম,     ফাইভের সার্টিফিকেট ছাড়া ভর্তি হওয়া যায়না। ভর্তি  হতে গেলে কমপক্ষে তিন হাজার টাকা খরচ করতে হবে। সবমিলিয়ে একটা ঝামেলায় আছি। কেউ যদি পারেন সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বয়স ফ্যাক্ট না ইন্টার দিলেই ভর্তি পরিক্ষার সুযোগ পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ