চাকরি পেতে সমস্যা হলে কি দাড়ি কাটা যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

অগণিত হাদিস, নবী রাসূলদের অভ্যাস-আর্দশ এবং সাহাবাদের আমল দ্বারা এটা স্পষ্ট যে, দাড়ি রাখা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব এবং দাড়ি রাখতে হবে এক মুষ্টি পরিমাণ। এর চেয়ে কম হলে সেটা হবে মাকরুহে তাহরীমী। সুতরাং ভালো চাকরির করার জন্য কিংবা ভালো বেতনের জন্য দাড়ি কামানো জায়েজ হবে না। বরং আপনি আল্লাহর ভরসা করে অন্য কোন জব খুঁজেন। কারণ রিজিকি আল্লাহর তাআলার হাতে। ধন্যবাদ।   -সহীহ বুখারী, হা. ৫৮৯২; সহীহ মুসলিম, হা. ২৫৯; সুনানে নাসাঈ, ১৫; ফাতওয়ায়ে রহীমিয়া ৬-২৪৭

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ