MBUJ

Call

অবশ্যই বুয়েট থেকে BSC করা ভালো

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

খুবই জটিল ও সুন্দর প্রশ্ন।দুটোতেই লাভ রয়েছে।কারণ দুটোর মাধ্যমেই সম্মৃদ্ধ ক্যারিয়ার তৈরি করা যায়। বুয়েটে বিএসসি করার সুবিধা: এক.খরচ কম দুই.সরকারি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তিন.বুয়েটের ইঞ্জিনিয়ারদের দাম অনেক  বেসরকারিতে এমবিবিএস করার অসুবিধা: এক.খরচ বেশি দুই.দাম একটু কম  তবে শেষ কথা একটাই যে যেখানে ভালো করে পড়বে তার ক্যারিয়ার ততো সুন্দর হবে।সরকারি মেডিকেলে ঠিকমতো পড়াশোনা যে করবেনা তার কোন দাম নেঈ।বরং বেসরকারিতে যে ভালো করে পড়বে তার দাম বেশি।সে এফসিপিএস ভালো করে করতে পারবে।আর বেসরকারিতে ইঞ্জিনিয়ারিং যাই বুয়েটের ছাত্রর থেকে ভালো পড়বে তার দাম বেশি।তাই দুটোই ভালো।তবে সব নিজের ওপর নির্ভরশীল।

Talk Doctor Online in Bissoy App

ভাই আপনার জীবনের লক্ষ কি ? ডাক্তার নাকি ইন্জিনিয়ার হওয়া ? যদি ডাক্তার হওয়ার লক্ষ থাকে তাহলে প্রাইভেটে এমবিবিএস করা ভালো হবে।আর ইন্জিনিয়ার হওয়ার লক্ষ থাকলে বুয়েটে বিএসসি করা ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App