Call

রতনে রতন চিনেঃ এটি কর্তৃকারকে ৭মী বিভক্তি।কারণ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি কর্তৃকারক।এখানে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।আর ৭মী বিভক্তি 'এ' এর উল্লেখ এখানে পাওয়া যায়।

গুরুজনে কর নতিঃ এটি কর্মকারকে ৭মী বিভক্তি।কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি কর্মকারক।এখানে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।আর ৭মী বিভক্তি 'এ' এর উল্লেখ এখানে পাওয়া যায়।

ধোপাকে কাপড় দাওঃ এটিও কর্মকারকে চতুর্থী বিভক্তি।কারণ কাকে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।আবার এখানে চতুর্থী বিভক্তি 'কে' এর উল্লেখ পাওয়া যায়।এটি সম্প্রদান কারক হবেনা কারণ এখানে শর্তত্যাগ করে ত্যাগ করা হয়নি।

কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ