ভাই বাংলাদেশের প্রেক্ষাপট টাই এমন।আর এটা শুধু আপনার বা আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই এমনটি ঘটে।আর এই সিসটেমটি দ্রুত বদলানোর কোন সম্ভবনাও দেখা যাচ্ছে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামী কথা বললে সমাজ বলবে মধ্যযুগীয় বর্বরতা। ইসলামী রীতি অনুযায়ী শারীরিকভাবে সমর্থ হবার পরপরই ছেলেমেয়েদের বিয়ে দেওয়া উচিৎ। কারণ সময় যত যাবে ততই একটা মানুষ শারীরিক ভাবে দূর্বল হতে থাকবে।  আমার মতে মেয়েদের 16 থেকে 20 এর মধ্যে বিয়ে দেয়া উচিৎ। আর ছেলেদের 21 থেকে 25 এর মধ্যে। সমাজ বলবে এখনো সময় হয় নি। কিন্তু ওদিক দিয়ে বিয়ে না করেও দেখা যায় শারীরিক সম্পর্কে ছড়াচ্ছে। তাহলে লাভটা কি? বিয়ে দিয়ে ফেললে সমস্যা। আর বিয়ে ছাড়া এসব করছে তখন সমস্যা হয় না কেন?  Medical Science ও দ্রুত বিয়ে দেবার পক্ষেই কথা বলে। অবশ্য কারো যদি Growth কম থাকে তাহলে সেটা Exceptional.  এখন কথা হল ছেলে চাকরী বা ব্যবসা না করলে তো মেয়ের বাবারা মেয়ে দিবেনা। ছেলের পরিবার স্বচ্ছল হলেও দিবেনা। এটাই ভুল। জাকির নায়েক ও এই ব্যাপার বলেছেন। আপনার ঘরের সবাই ভাত পেলে একটা মেয়ে কি সেখানে খাবার পাবেনা? তাছাড়া রিজিক তো আল্লাহ্ দেন। আমরা চাকরি বা ব্যবসা করে ভাত খেতে পাই ব্যাপার টা তা নয়। আল্লাহ্ আমাদের কপালে খাদ্য রেখেছেন বলেই আমরা খেতে পাই।  সমাজ সচেতন হলেই এসব সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু তেমন সম্ভাবনা নেই। কারণ সময় যত গড়াচ্ছে নিয়মগুলো ততই উল্টো হচ্ছে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ