Jamiar

Call

যেহেতু বাচ্চা হওয়ার মাত্র ৫০ দিন হলো তাহলে আগামী ৬/৭ মাসের মধ্যে জন্মনিয়ন্ত্রণ কোন পদ্ধতি অবলম্বন করবেন না। কেনো না জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করলে মায়ের বুকের দুধ কমে যেতে পারে ও বাচ্চা শরীরের উপর প্রভাব  ফেলতে পারে। তাই আগামী ৬/৭ মাস পর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিবেন যখন বাচ্চা বাহিরের খাবার খাওয়া শুরু করবে তখন।  এখন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ব্যতীত মা ও বাচ্চাকে কোন কিছু ঔষধ বা খাবার নিজে থেকে খাওয়াবেন না। এখন জন্মনিরোধ করতে কনডম নিন ও বীর্যপাত যোনির বাহিরে করুন। ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি এখন থেকে সহবাস করতে পারেন...অনুমোদন আছে। যেহেতু সন্তান নিতে চান না,তাই আপনাকে নিরাপদ সহবাস অর্থাৎ কনডম ব্যবহার করতে হবে।কোনো ক্রমে যোনীর ভিতর বীর্য খেলে পিল খাওয়াতে হবে।

Talk Doctor Online in Bissoy App