শেয়ার করুন বন্ধুর সাথে

ভর হলো কোন বস্ততে পদার্থের মোট পরিমাণ। আর ওজন হলো কোন বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, সে বলের মান। পদার্থের পরিমাণ দিকের উপর নির্ভর করে না বলে ভর স্কেলার রাশি। আর বল ভেক্টর রাশি বলে ওজনও ভেক্টর রাশি।  তাই ওজন ও ভর একই ধরনের রাশি নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ