শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটা একটা চলমান ব্যাপার। আমি 2005 থেকে কম্পিউটার নিয়ে আছি। 7 বছর Basic Course গুলোর Trainer ছিলাম। শত শত শিক্ষার্থী আমার হাতে কম্পিউটার শিখেছে।  এখনো চর্চা করি। কিন্তু কিছুক্ষণ ঘাটাঘাটি করলেই নতুন একটা ব্যাপার বেড়িয়ে আসে যেটা আগে জানতাম না! তো এই হল গিয়ে Computer. প্রতিদিন নিত্য নতুন Application বের হয় অথবা পুরনোগুলো update হয়। আজকে যেটা latest technology কালকে সেটা obsolete.  তারপরও তথাকথিত দক্ষতা বলতে যেটা বোঝায় সেটা যদি আপনি হতে চান তাহলে একটাই উপায়। সেটা হল লেগে থাকা। ছয় মাস থেকে এক বছর যদি আপনি সময় দেন তাহলে মোটামুটি expert হয়ে যাবেন এ ব্যাপারে। আর সবচেয়ে জরুরী হল নতুন নতুন technique শেখার আগ্রহ। আপনার computer এর ব্যাপারে আগ্রহ থাকলে অনেক কিছুই শিখতে পারবেন সহজে এবং দ্রুত। আজকাল Website ঘেটে আর YouTube থেকে comouter বিষয়ক অনেক কিছুই সহজে জেনে নিতে পারেন। যেটা আমার সময় ছিল না। নিজে নিজে ঘেটে তারপর মানুষকে শেখাতাম। পরবর্তীতে এসব ব্যাপারে বিভিন্ন যায়গায় লেখালেখি করতাম।  যেটা আপনি জানেন সেটা শেয়ার করাটা important. আপনি কিছু শেয়ার করলে আপনার কাছ থেকে অন্যরা জানতে চাইবে। আর তাদের জানাতে গিয়ে আপনার আরো বেশি জানতে হবে। আপনি যদি এভাবে চেষ্টা করেন তাহলে সত্যিকার expert হয়ে যাবেন এক সময়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ