শেয়ার করুন বন্ধুর সাথে
কেন্দ্রীয় প্রবনতা:
অবিন্যস্ত স্কোরগুচ্ছকে পৌনঃপুন্য বণ্টনে সাজানোর পর দেখা যায় যে বেশিরভাগ স্কোর বণ্টনের মাঝামাঝি শ্রেণিগুলোতে বেশি ঘনীভূত হয় এবং উপরের ও নিচের শ্রেণিগুলিতে ক্রমান্বয়ে পৌনঃপুন্য কম থাকে। অর্থাৎ স্কোরগুলো কেন্দ্রের দিকে ঘনীভূত হওয়ার যে প্রবণতা তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল গড় , মধ্যক ও প্রচুরক। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ