শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি একজন ভালো উইকেট কিপার হতে হলে বেশি বেশি করে ম্যাচ প্যাকটিস করতে হবে | নিয়মিতই উইকেটের পিছনে দাড়ানে হবে ম্যাচ খেলতে হবে | এবং কিপারের জন্য আলাদাভাবে অনুশীলন করতে হবে,ও বিশ্বের নামিধামি উইকেট কিপাররা কিভাবে উইকেট কিপার দেয় তাদের ভিডিও ক্লিপ দেখবেন ,যেমন সাঙ্গাকারা,ধোনি,মুশফিক,আরো অনেকেই আছে এবং সাথে ব্যাটিং শিকতে হবে খালি উইকেট কিপার দলে নিতে চায় না | সচরাচর উইকেট-রক্ষক ইনিংসের প্রতিটি বলের সাথে নিজেকে জড়িয়ে থাকেন যা অন্যান্য ফিল্ডারকে করতে হয় না । বোলারের বোলিংকে উৎসাহিত করতে তিনি কথা বলে থাকেন যা অনেকসময় ব্যাটসম্যানের কাছে বিরক্তিকর বলে মনে হয় যা স্ল্যাজিং নামে পরিচিত। উইকেট-রক্ষকের প্রধান কাজ হচ্ছে ব্যাটসম্যানকে অতিক্রমণকারী বলকে থামানো। থামাতে না পারলে ক্রিজে অবস্থানকারী ব্যাটসম্যানদ্বয় প্রান্ত বদল করে বাই হিসেবে রান সংগ্রহ করতে পারেন। তিনি সাধারণতঃ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে নিম্নোক্তভাবে ব্যাটসম্যানকে আউট করার চেষ্টা চালান | (সংগৃহীত)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ