বিষযটি পড়তে হবে মন দিয়ে এবং ভাবনাট স্থায়ী করতে হবে কৌশল দিয়ে। কৌশল মানে পদ্ধতি, কৌশলী মানে যে কৌশল করে, প্র যোগ করলে হবে প্রকৌশলী। আপনাকে প্রকৌশলী হতে হবে লেখাপড়ার বিষয়ে ; নির্মাণ করতে হবে বারবার ; এর আগে বুঝে নিতে হবে আমি যে লেখাটি পড়তেছি তা কীভাবে নির্মিত হলো। একবার ভালো করে বুঝতে পারলে যায় কী তারে ভোলা ! তাই তো পরীক্ষার পরেও চিকিৎসক চিকিৎসা করতে পারেন ; ইঞ্জিনিয়ার নির্মাণ করতে পারেন আজীবন ॥

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • যেকোনো পড়া পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বেন৷ 
  • সবসময় উচ্চ স্বরে পড়বেন। 
  • নিরিবিলি স্থানে পড়বেন। 
  • রিডিং পড়ার সময় পাশে একটি খাতা রাখবেন ,যাতে কমন পয়েন্টগুলো নোট করতে পারেন। 
  • যে বিষয়টি পড়ছেন সে বিষয়টি নিয়ে একটু ভাবুন। 
  • ইংরেজি পড়ার ক্ষেত্রে বাংলা অনুবাদ আগে বুঝে নিন। 


আমি এই নিয়মগুলো অনুসরণ করি, নিজের ব্যক্তিগত মতামত দিলাম ।আশাকরি আপনারও উপকার হবে।     ।। ধন্যবাদ।। 





ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ