কি চতুর্থ বিষয় থেকে মার্ক কেটে এনে অন্য বিষয়ের সাথে জোড়া দিয়ে আমাকে এ প্লাস পাইয়ে দেবে ? দয়া করে জানান
Share with your friends

#ঠিক বুঝতে পেরেছেন। #আপনি যদি চতুর্থ বিষয়ে ৩ পয়েন্টের বেশি পান তাহলে ঐ বেশি পয়েন্ট মুল বিষয়ের মোট পয়েন্টের সাথে যোগ হয়ে রেজাল্টের মান বৃদ্ধিতে সহায়তা করবে। ** উদাহরণস্বরুপঃ আপনি চতুর্থ সাব্জেক্টসহ সব বিষয়ে A+ পেয়েছেন শুধুমাত্র বিজ্ঞানে B (৩পয়েন্ট) পেয়েছেন। তাহলে চতুর্থ বিষয়ের অতিরিক্ত ২ পয়েন্ট, বিজ্ঞানের ৩পয়েন্টের সাথে যোগ হয়ে আপনার রেজাল্ট হবে A+ (গোল্ডেন A+ না) যাকে সাধারণ এ প্লাস বলা হয়। **আশা করি বুঝতে পেরেছেন*

Talk Doctor Online in Bissoy App