শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রিয় বন্ধু, জানি স্কুল জীবনের সমাপ্তি ঘটলো আজ । অনেক হাসি, ঠাট্টা, মজা, মারামারি, ঝগড়ার মাঝে কেটে গেলো গোটা স্কুল জীবনটা । তবে এগুলোর মাঝে তোর সাথে সময়টা আমি এমনভাবে পার করেছি যেন আমার রক্তের থেকেও বেশি তুই । সবার থেকে তোকে আলাদা ভেবেছিলাম । আজ হয়তো সম্পূর্ণ নয় কিছুটা আলাদা হয়ে যাবো । দুজনার সকল কিছুই পাল্টে যাবে । তবে আমি চাই এর মধ্যে যেন আমাকে না ভূলিস । অন্তত আমাকে একটাবার মনে করিস । তোর সাথে অনেক খারাপ বাজে আচরণ করেছি তা বলার মতো নয় আমাকে প্রিয় বন্ধু ভেবে একটাবার ক্ষমা করে দিস । আর নিজের যত্ন নিস ভালো থাকিস ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ