মেডিকেলে ঠিকতে হলে দশম শ্রেণিতে কত ঘন্টা পড়ার ক্ষেত্রে আমি বলব পড়াটা তুমি ঘন্টার ওপর নির্ভর না করে এটা চিন্তা কর আমি কত ঘন্টা মনোযোগ দিয়ে পড়ে শেষ করতে পারব।কারণ অনেকে আছে যারা ৬ ঘন্টা পড়ে বলে কিন্তু তার পড়ার ক্ষেত্রে তাদের মন যায় অন্যদিকে বা মোবাইল গাটাগাটি করতে করতে।তাই পড়ায় বসার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে নিজে নিজে মনস্থির করবা আমি যতক্ষণ পড়তে বসব তা ভালো করে পড়ব কোনো আজেবাজে কাজ করে সময় নষ্ট করব না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

   আপনার পড়ার রুটিন আপনি নিজেই তৈরি করুন। যে সময়ে আপনি ফ্রি থাকেন সে সময় পড়তে পারেন। ssc ও hscতে আপনাকেGPA "৯.০০" পেতে হবে।সে অনুজায়ি পরতে হবে।   আপনি সন্ধ্যা ৬টা থেকে ১০পর্যন্ত পরতে হবে। আপনি ৪--৫ ঘন্টা পড়লে চান্স পেতে পারেন মনে রাখবেন  ssc ও hsc  GPA ৯.০০পেতে হবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বেশি পড়ার দরকার নেই এ+ পেলেই হবে। মূলত এইচএসসি তে বেশি পড়া দরকার। এসএসসি থেকে কোন প্রশ্ন হয়না। হলেও খুব কম। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ