সামনে আমার SSC এক্সাম কিন্তু পড়াশোনাতে কিছুতেই মন বসাতে পারতেছি না কি করব এখন ?
Share with your friends
Call

পাঁচওয়াক্ত নামাজ পড়ুন আর প্রতিজ্ঞাবদ্ধ হোন যে আমাকে ভাল রেজাল্ট করতেই হবে,এই মন মানসিকতা  নিয়ে পড়তে বসেন,দেখবেন এমনিতেই পড়তে মন লাগবে-

Talk Doctor Online in Bissoy App
Call

মুসলমান হলে পাচ ওয়াক্ত নামাজ পড়ুধ..ধর্মীয় বিধিনিষেধ মেনে চলুন।রুটিন করে পড়ুন।ফেসবুকে পারলে না আসা..নইলে অল্প সময়...সবশেষে যা পড়বেন মনোযোগ দিয়ে পড়ুন।

Talk Doctor Online in Bissoy App

এই বিষয়গুলা আসলে মোটিভেশলে তেমন কাজে দেয় না। আপনি সারাদিন ইন্টারনেটে ঘাটাঘাটি করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুমসে অ্যাক্টিভ থাকলেন আবার সেটাও জানেন যে পরীক্ষা সামনে।  পরীক্ষা এ প্লাস/ভালো রেজাল্ট হওয়া চাই। হয়তো লক্ষ্য করবেন এখানেই আপনি হেরে গেছেন! 


- কীভাবে?


ধরুন আপনি পরীক্ষায় ভালো মার্কস পেলেন, কিন্তু  প্রচুর অধ্যায়ের বেসিকগুলাও ক্লিয়ার না। তাহলে উচ্চতর শ্রেণিতে আরোও সমস্যায় পড়বেন এবং "সুশিক্ষা"টা আর হবে না। আপনার কার্যক্রম এই কথাগুলোর বাইরেও হতে পারে। আপনাকে কোনো উপদেশ দিচ্ছি না, একটু ভেবে দেখার জন্য বলতেছি,


  • পরীক্ষার সময় আগাচ্ছে, বেকিস গুলা ক্লিয়ার করেন। 
  • রুটিন আবশ্যক, তবে অনেকেই আছে রুটিন ছাড়াই দারুন প্রিপারেশন নেয় । তবে রুটিন করলে ভালো হয়।
  • সোস্যাল মিডিয়া টোটালি অফ করেন। মোবাইল ফোনের আসক্তি আপনার রেজাল্টে ছাপ ফেলবে।
  • পড়তে মন বসেনা, পড়বেন না। ব্যস! পরীক্ষার আগের রাতে ঠিকই পড়বেন। এখানে আপনি নিজেকে মোটিভেটেড করেন। অন্যকারো থেকে আপনিই আপনাকে ভালো জানবেন।
  • চেষ্টা করুন সমস্যা বই রিভিশন দেয়ার। (সম্ভব হলে একাধিকবার)
  • ম্যাথ , ইংরেজী এগুলাতে এক্সট্রা সময় দিতে গিয়ে যেন সহজ বিষয়গুলাতে অপর্যাপ্ততা দেখা দেয়।
  • বোর্ড সমস্যাগুলো সল্ভ করেন, পাশাপাশি পাঠ্যবইয়ে 'বিশেষ' নজর দিবেন। অনেকেই পাঠ্যবই না পড়ে গাইড মুখস্ত করে সেরা ভুলটা করে।


এখানে যা বললাম, আমি বিশ্বাস করি আপনি তারচেয়ে বেশি প্লান করতে পারেন। তাই থ্রিজি,   ফোরজির জগৎকে টাটা বলতে পারেন কয়েকদিনের জন্য। নিজেকে প্রিপার্ড করে তুলেন। বোর্ডের প্রশ্নগুলো খুব ইজিলি আসে। যে সাব্জেক্টে দুর্বলতা রুটিনে সেটাকে বেশি গুরুত্ব দেন। আপনার জন্য শুভ কামনা...


Talk Doctor Online in Bissoy App