পাবলিক ভার্সিটিতে অধিকাংশ সাবজেক্ট বাধ্যতামূলক ইংলিশ ভার্সনে পড়তে হয়। বিশেষ করে সায়েন্স ও কমার্স বিভাগের সব সাবজেক্ট ইংলিশ ভার্সনে পড়ানো হয়। অর্থাৎ আপনার বই ও সিলেবাস ও ইংলিশ ভার্সনের এবং পরীক্ষার খাতায় লিখতে ইংলিশ ভাষায়। ক্লাসে স্যার পড়ানোর সময় স্যার ইচ্ছে করলে সম্পূর্ণ ইংলিশ ভাষায় পড়াতে পারবেন,আবার ইচ্ছে করলে ইংলিশ+বাংলা মিলিয়ে পড়াতে পারবেন। তবে মানবিক বিভাগের কিছু কিছু সাবজেক্ট বাংলা ভার্সনে পড়ানো হয়। যেমন: নৃবিজ্ঞান,বাংলা,প্রত্নতত্ত্ব ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ