এইচ প্লাস এবং নাপা এক্সট্রা এর মধ্যে কোনটার কাজ কিরকম??? 2 টাই তো পেরাসিটামোল.....
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

দুইটাই একই কাজ করে আর দুইটাতেই প্যারাসিটামল ৫০০ mg + ক্যাফেইন ৬৫ mg থাকে। অর্থাৎ একটি নাপা এক্সট্রা বা এইচ প্লাস এ মোট ৫৬৫ mg থাকে।  500mg + 65mg =Paracetamol + Caffeine।

এইটারই কাজ একই যা জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচ্কে যাওয়ার ব্যথা। অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও ব্যথা। বাত ও অষ্টিওআর্থ্রাইটিস- এর দরুণ সৃষ্ট ব্যথা ও অস্থিসংযোগ সমূহের অনমনীয়তা।

আর নাপা বা এইচ তে শুধু প্যারাসিটামল ৫০০ mg থাকে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ