সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাজাতির আবাসস্থল। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান (যেমনঃ ৩০ শতাংশ সরীসৃপ, ৩৭ শতাংশ পাখি ও ৩৭ শতাংশ স্তন্যপায়ী) এবং এদের একটি বড় অংশ দেশের অন্যান্য অংশে বিরল।সরকারের মতে এই প্রানীবৈচিত্র্যের মধ্যে ২ প্রজাতির উভচর, ১৪ প্রজাতির সরীসৃপ, ২৫ প্রজাতির পাখি এবং ৫ প্রজাতির স্তনপায়ী বর্তমানে হুমকির মুখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিচিত্র সব প্রাণীর বাস সুন্দরবনে * সুন্দরবনে রয়েছে প্রায় 50প্রজাতির স্তন্যপায়ী 50প্রজাতির সরীসৃপ 320প্রজাতির পাখি 8প্রজাতির উভচর প্রাণী এবং 400প্রজাতির মাছ * সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত * এছাড়া রয়েছে চিত্রা ও মায়া হরিণর্ বানরর্ বনবিড়ালর্ লিওপার্ডর্ শজারুর্ উদ এবং বন্য শূকর * এখানে রয়েছে বিচিত্র সব পাখি * বকর্ সারসর্ হাড়গিলার্ কাদাখোঁচার্ লেনজা ও হট্টিটি এখানকার নদীনালা ও গাছপালার মাঝে বাস করে * সমুদ্র উপকূলে দেখা যায় গাঙচিলর্ জল কবুতরর্ টার্ন ইত্যাদি * এছাড়া চিলর্ ঈগলর্ শকুনর্ মাছরাঙার্ কাঠঠোকরার্ ভগীরথর্ পেঁচার্ মধুপায়ীর্ বুলবুলির্ শালিকর্ ফিঙের্ ঘুঘুর্ বেনে বৌর্ হাঁড়িচাঁচার্ ফুলঝরির্ মুনিয়ার্ টুনটুনির্ দোয়েলর্ বাবুই প্রভৃতি পাখি সুন্দরবনে বাস করে * সুন্দরবনের সরীসৃপদের মধ্যে রয়েছে কুমিরর্ সাপর্ টিকটিকি জাতীয় সরীসৃপ ইত্যাদি****ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ