Chrome থেকে আপলোড করতে পারি সেখানে আপলোডকৃত ফটো দেখায়ও ৷ কিন্তু যে ফটো গুলো chrome থেকে আপলোড করেছি সেগুলো google photos apps তে দেখতে পাচ্ছি না ৷ কীভাবে দেখবো?
Share with your friends

 আপনি হয়ত দুই জায়গায় অালাদা জিমেইল ব্যাবহার করেছেন     

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথম তো বলব আপনি আপনার গুগোল ফটোস অ্যাপ আনইন্সটল করুন আনইন্সটল করার পর প্লে স্টোর থেকে পুনরায় আবার ইন্সটল করুন করার পর আপনি গুগোল ফটোস অ্যাপ টি ওপেন করুন ওপেন করার পর আপনি দেখবেন আপনার সামনে Back up and sync এই উইন্ডোটি দেখাবে যদি আপনি অন করে দেন এক্ষেত্রে আপনার ফটো গুলো অটোমেটিক এ গুগল ফটোতে  তে এড হতে থাকবে এবং আপনি যদি অফ করে রাখেন সে ক্ষেত্রে আপনি আপনার মোবাইলের গ্যালারিতে গিয়ে যে পিকচারগুলো আপলোড দিবেন Google photos এ সেগুলো মার্ক করুন।মার্ক করার পর শেয়ার অপশনে ক্লিক করুন। দেখবেন Google photos এ্যাপটি দেখাবে সেখানে ক্লিক করুন এবং আপনাকে পুনরায় জিজ্ঞেস করা হবে আপনি আপনার পিক গুলো আপলোড করতে চান কিনা আপনি Yes করে দেবেন দেখবেন আপনার পিকচার গুলো আপলোড হচ্ছে দেখাবে এবং আপলোড হওয়ার পর আপলোড সাকসেসফুল অথবা আপলোড কমপ্লিট দেখাবে।এরপরও যদি আপনি আপলোড করতে না পারেন তাহলে আমাকে রিপ্লাই করবেন আমি অন্য প্রসেস টা ও দেখিয়ে দেবো।

Talk Doctor Online in Bissoy App