আমি ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী, ২০১৯ এ SSC দিয়ে ভালো রেজাল্ট হয়নি তাই আবার SSC দিচ্ছি। তবে একটা সমস্যা আছে, আমাদের পরের ব্যাচের শিক্ষার্থীদের বই পরিবর্তন করা হয়েছে। ফলে বিজ্ঞান এর বইগুলোতে কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে আর কিছু বিষয়ের মান বদলানো হয়েছে, যেমন শব্দের বেগ 32M/S ছিল এখন 30M/S করা হয়েছে, এরকম আরো বেশ কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে। তাই আমার প্রশ্ন, আমাদের পরীক্ষার প্রশ্নপত্র কি আলাদা করা হবে? কারণ আলাদা না হলে অনেক সমস্যা হবে। 
Share with your friends