আমি যে স্কুলে পড়ি সেখান কার একজন শিক্ষক বলছে ২০২০ সালে না কি এসএসসি হল গার্ড না কি প্রচুর কঠিন ভাবে নেওশা হবে ঢাকা বোর্ড এর। আমি যদি "ক" সেট প্রশ্ন পাইলে আমার বন্ধু পাবে না কি "খ" সেট এভাবে প্রশ্ন দেওয়া হবে এবং স্যারা নাকি এবার প্রচুর গার্ড দিবে সরকারি স্কুল গুলোতে। এই কথাটার সত্যি কত টুকু বলবেন প্লিজ। এবার কি সত্যি এসএসসির হল বেশি গার্ড দেওয়া হবে শুধু সরকারি স্কুল গুলাতে। কেউ বলেন অনেক টেনশন এ আছি।   
শেয়ার করুন বন্ধুর সাথে