আমার ফেসবুক আইডিতে দু ফ্যাক্টর সিউরিটি দিয়েছিলাম।এখন প্রবেশ করলে একটা কোড চায়।কিন্তু কোডটা বারবার আমার ফোনে সেন্ড করতেছি।আসতেছে না।শুধু বলতেছে আবার চেষ্টা করুন।কিন্তু আমার ফোনে তো আসতেছেনা।কী করব।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি আপনার ফেসবুক আইডিতে যখন দুই পদক্ষেপ যাচাই করণ সেট আপ করেছিলেন তখন যে মোবাইল নাম্বার দিসলেন তাতে চেক করুন বার্তা গেছে নাকি । কোড টি আনার জন্য বারবার আবেদন করবেন না। এতে আপনাকে কিছু সময়ের জন্য ব্লক করতে পারে। যখনি হোক কোডটি আসবেই। আপনি যেখানে ভালো নেটওয়ার্ক পাই সেখান থেকে চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

Having trouble নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে text me a send msg এ ক্লিক করুন তাহলে আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ