ফেসবুকে একটা পোষ্ট দেখলাম এইটার ব্যাপারে। এটা কি ব্রন দুর করতে কাজ করবে? এবং কোন পাশ্বপ্রতিক্রিয়া আছে কি? দাম কত?
Share with your friends
Jamiar

Call

 হ্যা এই সিরাপ ব্রন দুর করতে সাহায্য করবে।এছাড়াও এই ছাফি সিরাপের বিস্তারিত দেখুন।

"ছাফী বহুমুখী গুণসম্পন্ন হারবাল মহৌষধ যা রক্ত বিশুদ্ধকারক, মূত্রকারক, ঘর্মকারক, বিরেচক, অ্যালার্জি প্রতিরোধক, উচ্চ রক্তচাপ প্রশমক, রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাসকারক, চর্ম রোগ দূরকারক, রোগ জীবাণুনাশক ও জ্বর নিবারকছাফী হারবাল রক্ত পরিশোধক যা চর্মরোগ যেমন- ব্রণ, ফোঁড়া, ফুসকুঁড়ি, বিবর্ণতা, আর্টিকেরিয়া, চুলকানী, খুজলী-পাঁচড়া ইত্যাদি নিরাময় করে, নাকের রক্তক্ষরণ প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, হজমের ত্রুটি দূর করে, মন প্রফুল্ল রাখে, বাড়তি ওজন কমিয়ে স্লিম ও স্মার্ট করে।ছাফী শরীরের বর্জ্য পদার্থসমূহ মল-মূত্র এবং ঘামের সাথে বের করে মস্তিস্ক, হৃদপিন্ড, ফুসফুস, লিভার ও কিডনীতে বিশুদ্ধ রক্ত সরবরাহ নিশ্চিত করে। ফলে এসব গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ছাফীতে ব্যবহৃত হারবাল উপাদানসমূহ লোহিত রক্ত কণিকা উৎপাদনে সহায়তা করে, রোগ জীবাণু ধ্বংস করে, সু-স্বাস্থ্য ফিরিয়ে আনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছাফী ত্বকের নীচে জমে থাকা অপ্রয়োজনীয় পদার্থ বের করে শরীরের চুলকানি ও জ্বালাপোড়া নিবারণ করে এবং ত্বককে লাবণ্যময় করে তোলে। ছাফী কেবল রক্ত দুষ্টিজনিত রোগ থেকেই রক্ষা করে না বরং দেহের সমস্ত ব্যবস্থাপনাকেই (Organic systems) নিয়ন্ত্রন করে। ছাফী রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমায়।ছাফী রক্ত বিশুদ্ধের স্বাভাবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে সহায়তা করে, ইহা মূত্র ও ঘাম নিঃসরণ বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রের গতি বৃদ্ধির মাধ্যমে স্বাভাবিক মল ত্যাগে সহায়তা করে। ছাফী দেহের গুরুত্বপূর্ণঅঙ্গসমূহকে সুরক্ষা করে, স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃ্দ্ধি করে। বাংলাদেশ,ভারত, পাকিস্তান, নেপাল, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের অসংখ্য হাসপাতাল ও ক্লিনিকসহ লক্ষ লক্ষ রোগী ১৯৩৯ সাল থেকে ছাফী সাফল্যের সহিত বিভিন্ন চর্মরোগে ব্যবহার করে আসছে। ছাফী ঋতু পরিবর্তনকালীন সৃষ্ট রোগ প্রতিরোধ অত্যন্ত কার্যকরী।"

এই সিরাপের কার্যকরী হলো।

  • রক্ত দূষণ
  • চর্ম রোগ (ব্রণ, ফুসকুড়ি, ফোঁড়া, সোরাইসিস, বিবর্ণতা, একজিমা, শ্বেতী, ঘামাচি, চুলকানি, গরমের গুটিকা, আটেকেরিয়া
  • কোষ্ঠকাঠিন্য
  • পাইলস
  • ডায়াবেটিস
  • অতিরিক্ত কোলেস্টেরল
  • উচ্চ রক্তচাপ
  • নাক দিয়ে রক্তক্ষরণ
  • বিষণ্ণতা ও অবসাদ
  • জ্বর, হাম ও প্রদাহ
  • রক্তস্বল্পতা
  • মুখ ও গায়ের দুর্গন্ধ
  • রোগ জীবাণুর সংক্রমণ
  • রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
  • প্রস্রাবের জ্বালা-পোড়া
দাম ৪৫০ মিলি ১৭৫.০০ ৳, ২২৫ মিলি ১২০.০০ ৳, ১০০ মিলি ৬৫.০০ ৳
Talk Doctor Online in Bissoy App