Call

লিংগে মালিশ সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারনা অনেকেই ভেবে থাকেন বিভিন্ন ধরনের তেল বা মধু দ্বারা লিংগ মালিশে উপকার পাওয়া যায়। আসুন ব্যাপারটা ভেবে দেখা যাক। তাই লিংগ কিভাবে কাজ করে তা আগে জানা দরকার। মুলত স্নায়ুতন্ত্র ( autonomic part of central nervous system)  ও রক্ত সংবহনতন্ত্র (circulatory system) Autonomic nervous system এর Parasympathetic part লিংগকে উত্থিত করে আর Sympathetic part বীর্যপাত ঘটায় অর্থাৎ এমন কোন Drug যা sympathetic and Parasympathetic সিস্টম কে কন্ট্রোল করতে পারে তা ব্যবহার করলে ইচ্ছামত লিংগকে   ব্যবহার করা যাবে কিন্তু দুক্ষজনক যে Autonomic system involuntary মানে একে কিছু দিয়েই কনট্রোল করা যায় না। এরপর আসা যাক circulatory control. লিংগের দুটো অংশ corpus cavernosum and corpus spongiosum যারা মুলত রক্ত চাপের হেরফের করে লিংগকে নিয়ন্ত্রন করে যা কিছু ড্রাগস দিয়ে কন্ট্রোল করা সম্ভব। এখন কোন তেল বা মধু এদের কোনটার উপরই কোন প্রভাব রাখে না। লিংগের গোড়ায় এবং শরিরে নানা গ্রন্থি থাকে যারা নিয়মিত বিভিন্ন বস্তু নিঃসরন করে  ,যেমন ঘাম, সিবাসিয়াস ইত্যাদি। তেল বা মধু মাখলে এগুলোর নিঃসরন বাধাগ্রস্থ হয় ফলে সিস্ট গজায় যা যৌন মিলনে ব্যাপক সমস্যা করে। আপনারা জানেন যে ডায়াবেটিস হলে মুত্রনালীতে সুগার চলে আসে যা সাধারনত ওখানে থাকেনা ফলে জীবানু জন্মায় আর প্রস্রাবে ইনফেকশন করে যা থেকে পরে মুত্রনালি সরু হয়ে যাওয়া, এমনকি বাচ্চা ধারনঅক্ষমতা দেখা দিতে পারে। মুত্রনালীর সারফেস এপিথেলিয়াম সুগার শুষে নিতে পারে তাই ক্রমাগত লিংগে মধু মাখলে মুত্রনালি তে সুগার যাবে এবং ইনফেকশন হবে। তাই লিংগে তেল বা মধু কিছুই মাখা যুক্তি সংগত নয়। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ