কিছুদিন আগে একটা বিষয় নিয়ে অনেক হতাশ ছিলাম।যার কারণে আমার এস, এস, সি এর নির্বাচনী পরীক্ষার সময় ভালো ভাবে প্রস্তুতি নিতে পারি নি।তবুও আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসছে।কিন্তু এখন কোনো হতাশা নেই তার পরও পড়তে বসলে মাথা কেমন জানি করে।নামাজে গেলে ভুল হয়।সামনে এস,এস,সি পরীক্ষা। চ্যালেন্জ A+ পাওয়ার। স্যারদের অনেক আশা আমি A+ পাবো। সবকিছু ঠিক আছে।শুধু রাতে পড়তে বসলে এমন হয়।মোবাইল এমনিতে একটু বেশি টিপি।আমি আবার একটু চিন্তা প্রবণ। অতীতে বিষয় এবং ভবিষ্যতে সাফল্য নিয়ে অনেক কল্পনা করি।যেটা হওয়ার নয় সেটা নিয়েও অবাস্তব কল্পনা করি। আমি পড়তে এবং ঘুরতে বেশি পছন্দ করি।আমি আবার ঘুরতে সুযোগ পাই না । পরিবারের একমাএ ছেলে তো তাই ভয়ে কোথাও যেতে দেয় না। পড়তে ভালো লাগলেও  স্কুলের বই পড়তে ভালো লাগে না যেকোনো গল্প, উপন্যাস, এমনকি পএিকা পড়তে এতো ভালো লাগে তাই মোবাইলে সারাদিন এসব পড়ি।যা পড়লে পরে সেটা নিয়ে সারাদিন কল্পনা করি।তাছাড়াও ভবিষ্যতে আমি এটা হবো,আমার এটা হবে।এসব নিয়ে চিন্তা করি।বন্ধু নেই বললে চলে।একটা খুব ভালো বন্ধু হয়েছি নবম  শ্রেনীতে। কিন্তু সে খুব স্বার্থপর।এখন কেউ কারো সাথে কথা বলি না।৷  এখন কেউ একটু সমাধান দেন।বন্ধু বিষয় নিয়ে কেউ সমাধান দিবেন না। ওইটা কোনো সমস্যা না।তবে বিশেষ করে যারা আমার মত এই রকম সমস্যায় পড়েছেন তারা সমাধান দিলে উপকৃত হবো। আর কেউ যদি জানতে চায় আমি ছেলে না মেয়ে। তাহলে বলে রাখি আমি ছেলে
শেয়ার করুন বন্ধুর সাথে