চাঁদ মাঝেমধ্যে অর্ধেক উঠতে দেখা যায় কেনো? বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অই সময় চাঁদ ছায়া পথের অধ্বেক বিতরে আর অধ্বেক ছায়া পথের বাহিরে থাকে তাই চাঁদের যত টুকু অংশ ছায়া পথের বাহিরে থাকে তত টুকু দেখা যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমরা জানি, চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। সূর্যের আলো চাঁদের যে অংশে প্রতিফলিত হয়ে পৃথিবীতে পৌছায়, সে অংশই কেবল আমরা দেখতে পাই।  অনেক সময় চাঁদের অর্ধাংশে সূর্যের পতিত আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে পৌছায়। ফলে তখন আমরা চাঁদের অর্ধাংশ দেখতে পাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ