ইসলাম এ তো মিউজিক সুনা তো হারাম। কিন্তু বিয়ে করে বউ কে কি ভালবাসার গান সুনানো যাবে,যেই গান এ কুফরি বা শিরক নেই। এইখানে নিজে গান বললে তো মিউজিক টা থাকছে না। আর এতে ভালবাসা ও বাড়ছে
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিশ্চয়ই। এমন যদি ইসলাম অসমর্থিত কথা ও থেকে বেচে থেকে গান করেন তাতে কোনো গুনাহ নেই। 
বরং ইসলাম এসলাম এসব ক্ষেত্রে উৎসাহিত করে। নবীজি সাঃ থেকে উম্মাহাতুল মুমিনাতদের সাথে হাসি তামাশা ও খেলাধুলা করারও বর্ণনা পাওয়া যায়। 
এমনকি ইসলাম স্ত্রীকে খুশী রাখতে কিঞ্চিৎ মিথ্যার আশ্রয় নেওয়া যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
M A R Zihan

Call

অবশ্য গান শুনা বা শুনান হারাম কিন্তু নজের বোউ কে গান শুনান যায়েজ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ