#প্রশ্নঃ ০১
.
আমার এস,এস,সি রেজিস্ট্রেশন
কার্ডসহ সব জায়গাতেই আমার-
Home District: 'Bogra' দেওয়া।
.
একজন মেরিনার হওয়ার ফলে বর্তমানে আমাকে #CDC এবং #Passport তৈরি করতে হবে।
.
যেহেতু সরকার আমাদের জেলার বানান সংশোধন করে নতুন নাম "(Bogura)" দিয়েছে। সেক্ষেত্রে আমি কি এখন ঐ সকল ফরম পূরনের ক্ষেত্রে জেলার নাম নতুনটা দিবো নাকি পুরাতনটাই ব্যবহার করবো..??
.
#প্রশ্নঃ ০২
.
ধরুন আমার #CDC এবং #Passport বানানো
হয়ে গেলো যেখানে আমি আমার জেলার নাম পরিবর্তিতটাই দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কী আর
কোন সমস্যা হবে...?? কোন ধরনের...??



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিবর্তিত নতুন নামটিই ব্যবহার করবেন। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে না, কোন সমস্যা হবে না। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ