Share with your friends
                       (লেজার রশ্মি)

লেজার একটি আক্ষরিক নাম। ইংরেজি অক্ষর LASER এর L হল Light, A হল Amplification, S হল Stimulated, E হল Emission, R হল Radiation; LASER এর পূর্ণ শব্দটি হল Light Amplification by Stimulated Emission Radiation. অর্থাৎ উত্তেজিত বিকিরণের সাহায্যে আলোক বিবর্ধন। সাধারন আলোতে বিভিন্ন মাপের তরঙ্গ থাকে। একই বর্ণের আলোতে একই মাপের তরঙ্গ থাকলেও তারা বিভিন্ন তলে চলে। কিন্ত লেজারে সব তরঙ্গই হয় একই মাপের এবং তারা চলে একই তলে অর্থাৎ লেজার রশ্মি সংসক্ত। এ রশ্মি অত্যন্ত ঘন সংবদ্ধ একমুখী বলে তা অনেক পথ অতিক্রম করতে পারে এবং এরা মাত্র কয়েক মাইক্রন (১ মাইক্রন = ১০-৩ মি. মি.) চওড়া। এজন্য এতে প্রচণ্ড তাপশক্তি সঞ্চার করা সম্ভব হয় এবং তাপমাত্রা সূর্যের ওপরকার তাপমাত্রাও বেশি হয়। ফলে লেজার রশ্মি দিয়ে মানুষের একটা চুলকেও ছিদ্র করা সম্ভব।

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

লেজার একপ্রকার শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ।যার কম্পাংক খুবই বেশি।সাধারণত কোন কিছু কাটা,অপারেশন ও যুদ্ধাস্ত্রে লেজার ব্যবহার করা হয়।ইলেকট্রণ উচ্চ শক্তিস্তর থেকে নিম্নশক্তিস্তরে আসার সময় শক্তি বিকিরণ করে।এই শক্তিই দেজার রশ্মি হিসেবে বের হয়ে আসে।এই প্রক্রিয়ায় লেজার উৎপন্ন করে।

Talk Doctor Online in Bissoy App