Call

দেখুন ভাই, কোলনস্কপি হচ্ছে এক ধরনের এন্ডোস্কপিক পরীক্ষা যার মধ্যমে অপারেশন ছাড়াই মানব দেহের অভ্যন্তরীণ পর্যবেক্ষণসহ বিভিন্ন চিকিৎসা ও রোগ নির্ণয় করা হয়।। এটি কোনো কঠিন পরিক্ষা নয় তবে পরীক্ষাটি করার জন্য সার্জন কে অভিজ্ঞ ও দজ্ঞ হতে হয়।। পরীক্ষাটি করার জন্য একটি পাইপ মলদ্বার বা পায়ুপদ দিয়ে সতর্কতার সাথে ভিতরে প্রবেশ করানো হয় এবং সার্জন এটিকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে।। আর ভয়ের কোনো কারন নেই, এই পরীক্ষার রোগীদের ৭৬ ভাগ রোগী কোনো প্রকার ব্যথার অভিযোগ করে না।। ২৪ ভাগ রোগী মৃদু অসস্থিকর বলে দাবি করেন।। এটি করার পূর্বে রোগীকে পেইন কিলার দেওয়া হয় এবং রোগীর সাথে গল্প করে এই পরীক্ষা টি করা হয়।। তাই ভয়ের কিছু নেই ভাই,আপনি নির্ভয়ে পরীক্ষাটি করতে পারেন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ