অর্থাৎ হাদীস অস্বীকার করে,হাদীস কে দলিল হিসাবে মানেনা  এদের কি মুসলমান বলা যায় ? হাদীস অকাট্য দলিল ,তার প্রমান দিন  আহলে কোরআন এর বিরুদ্ধে দলিল দিন  জাযাকাল্লাহ 
শেয়ার করুন বন্ধুর সাথে

আহলে হাদীস বললে তো কুরআন কে অ স্বীকার করা হয়। ১.  তাঁদের নামেই ভুল । তাঁদের নাম হওয়া অচিত ছিলো আহলে কুরআন আল হাদীস। তাঁরা প্রথমেই তো কুরআন কে অস্বীকার করেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • আল্লাহ বলেন: أطيع الله وأطيع الرسول 
  • অর্থ: আল্লাহ ও রাসুলের আনুগত্য করো! [নিসা-৫৯] 
  • এখানে শুধুমাত্র কুরআন তথা আল্লাহর আদেশ মানার উপর নির্দেশ দিয়ে থেমে যায়নি বরং এর পরই বলা হচ্ছে রাসুল সাঃ তথা তার আদেশ নিষেধ সম্বলিত হাদীস মানারও আদেশ দিচ্ছেন। 
  • যা স্পষ্টতই অকাট্য দলিল। এবং যা মানা প্রতিটি মুসলমানদের উপর ফরয। যে তরক করবে সে বড়পাপী আর যে অস্বীকার করবে সে কাফির। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ