কোন বিভাগ নেই কথাটি ঠিক নয়। আপনি হয়তো সাধারণ বিভাগে পড়েন। দাখিণে ৪টি বিভাগ আছে। এগুলো হলো:

১) সাধারণ বিভাগ

২) বিজ্ঞান বিভাগ

৩) মুজাব্বিদ বিভাগ

৪) হিফজুল কুরআন বিভাগ

যারা দাখিলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছে কেবল তারা আলিমে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারবে। দাখিলে বিজ্ঞান না পড়লে আলিমে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ