আমি ইউটিউবে বিভিন্ন ইসলামিক ভিডিও ওয়াজ এগুলা দেখি.. কিন্তু আমার বাবা মা চায়না আমি এইসব দেখি..কারণ তারা মনে করে আমি এগুলো দেখলে আমার মাথায় ধরবে না...বা আমি অসুস্থ হয়ে যাব...এখন কথা হচ্ছে আমি বাবা মার সামনে যখন ভিডিও গুলো দেখি তখন কম ভলিউম দিয়ে দেখি..কারণ তারা জেনে যাবে..যে আমি এগুলো দেখতেছি...কিন্তু তারা না থাকলে আবার ভলিউম দিয়ে দেখি..এখন তাদেরকে ভয় পেয়ে আমি যে ইসলামিক ভিডিও ও ওয়াজ কম ভলিউম এ দেখি..সেটা কি শিরকের ভয়ের মধ্যে পড়বে কিনা?
শেয়ার করুন বন্ধুর সাথে