আপনি বিস্ময়ে যত পয়েন্টই অর্জন করুন না কেন বিস্ময়ের সকল সুবিধা ভোগ করতে পারবেননা। যতক্ষণ না আপনি (প্রশাসক,সমন্বয়ক,বিশেষজ্ঞ) হচ্ছেন।  আপনি নির্ধারিত কিছু পয়েন্ট অর্জন করে কিছু সুবিধা ভোগ করতে পারেন।  যেমনঃ যেকোনো উত্তর নির্বাচন করা(400 পয়েন্ট)। যেকোনো প্রশ্ন বন্ধ করা(600 পয়েন্ট)। আরও বাকি সুবিধাগুলো আপনার কার্যক্রমের ভিত্তিতে দেওয়া হবে। বিস্ময় প্রশাসনের নিকট যদি আপনার কার্যক্রম ভালো মনে হয় তবে আপনাকে বিশেষ সদস্য  করে দেওয়া হতে পারে।  এভাবে বিস্ময়ে সবসময় যুক্ত থেকে ভালো মানসম্মত কার্যক্রম করলে। বিস্ময় প্রশাসন আপনাকে অনেক ধরনের সুবিধা প্রদান করতে পারে। তবে বিস্ময়ের সব ধরনের সুবিধা পেতে আপনাকে অবশ্যই প্রশাসক হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বিস্ময়ে ভালো কার্যক্রম করলে অতিরিক্ত সুবিধা গুলো পাবেন ।


  ☆ যেকোনো প্রশ্নের উত্তর নির্বাচন করা । (400পয়েন্ট অর্জন করলে এ সুবিধা পাবেন ।)

 ☆ যেকোনো প্রশ্নের বিভাগ পুনঃনির্ধারণ । (500 পয়েন্ট অর্জন করলে এ সুবিধা পাবেন ।)

 ☆ যেকোনো প্রশ্ন বন্ধ করা । (600 পয়েন্ট অর্জন করলে এ সুবিধা পাবেন)


আরও সুবিধা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো কার্যক্রমের আওতায় আসতে হবে ।আপনাকে সবসময় মানম্মত প্রশ্ন ও উত্তর দিতে হবে । দিনের বেশিরভাগ সময় বিস্ময়ের সাথে জড়িত থাকতে হবে । সবার সাথে ভালো ব্যবহার করতে হবে । আর উপরোক্ত সুবিধা গুলোর সৎ ব্যবহার করতে হবে । আপনার কার্যক্রমে  যদি প্রশাসকগণ কিংবা সমন্বয়কগণ খুশি হন তাহলে আপনাকে বিশেষজ্ঞ কিংবা বিশেষ সদস্য বা আপনার পদন্নোতি করবেন । এমনি আপনাকে সমন্বয়ক পদটিও দান করে পারেন। 


আপনি যদি বিশেষজ্ঞ হন তাহলে আপনি যেসব অতিরিক্ত সুবিধা গুলো পাবেন :


উত্তর অপছন্দ করা।

যে কোন প্রশ্ন সম্পাদনা।

যে কোন উত্তর সম্পাদনা।

যে কোন মন্তব্য সম্পাদনা।

Viewing who voted or flagged posts.

পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান।

যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা


আবার , আপনি যদি সমন্বয়ক হন তাহলে আপনি যেসব অতিরিক্ত সুবিধা গুলো পাবেন :


Editing posts silently.

অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন।

সদস্যদের পদন্নোতি/ডিমোশন দেওয়া।

সদস্যকে ব্লক/আনব্লক করা।


আর যদি আপনি প্রশাসক হন তাহলে বিস্ময়ের সব অতিরিক্ত সুবিধা গুলো পাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ