আসসলামুআলাইকুম,

আমার স্বামী ১০ বছর ৮ মাসে আগে একটি এ্যাকসিডেন্টে মারা যান। আমার স্বামীর চাকরির সুবাদে আমরা দেশের বিভিন্ন স্হানে আলাদা বাসায় থাকতাম। আমার ১৩ ও ১১ বছরের ২ টি ছেলে রয়েছে। আমার স্বামীর মৃত্যুর পর থেকে অদ্যবদি আমার শশুর বাড়ী থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা পাই নাই। অতন্ত্য আর্থিক কষ্ট শুরু হলে তাদের নিকট বার বার সাহায্য চাই এবং তাদের বাসায় আমাদের বসবাস করতে দেবার জন্য অনুরোধ জানাই। কিন্তু তাদের পক্ষ থেকে কোনোপ্রকারের আশানুরুপ উত্তর পাওয়া যায় নাই। বরং এক সময় তারা বলে যে, তাদের পক্ষে আমাদেরকে সাহায্য করা সম্ভব নয়, বরং আমাদের সন্তানদেরকে তাদের নিকট দিয়ে আমি যেন আরেকটা বিয়ে করি। আমার শশুর বাড়ীতে শুধুমাত্র আমার শশুর শাশুড়ি থাকেন। তাদের আরেকটি ছেলে রয়েছে। উনি ইউরোপের সিটিজেন ও স্বস্ত্রীক বিদেশে অবস্হান করছেন। বর্তমানে আমার শশুর-শাশুড়ির ভাস্যমতে, তাদের মৃত্যুর পর তাদের সকল বিষয়াদি আমার ১ মাত্র দেবরের নিকট গচ্ছিত থাকবে এবং আমার সন্তানদের ১৮ বছর হলে সেই প্রপার্টিতে আমার সন্তানদের অংশ দেয়া হবে। তবে এখন কোনো ভাবে আমরা কেউই কোনো সাহায্য পাওয়ার অবস্হায় নেই এবং আমাদেরকে তাদের পক্ষ হতে কোন কিছু দেবার কোনো নিয়ম সামাজিকভাবে, আইনগত দিক থেকে ও ইসলামিক ভাবেও নেই। আমার শশুর উনার সম্পত্তি ক্রমানয়ে বিক্রি করে চলছেন। এমতাবস্হায়, আমাদের একটি সঠিক উত্তর ও কি করনীয় হতে পারে এবং সর্বপরি আমাদের প্রাপ্য অংশসমুহ সম্পর্কে জানতে চাই।

শেয়ার করুন বন্ধুর সাথে