আমি ২০১৬ সালে SSC পাস করেছি. . কিন্তু শেষ পরীক্ষার দিন রোড অ্যাক্সিডেন্টের ফলে পরীক্ষা মাত্র 01 ঘন্টা দেওয়ার সুযোগ পেয়ে ছিলাম . ফলাফল হিসেবে আমার সেই সাবজেক্ট এ ফেল আসে . কিন্তু বিষয় টি ফোর সাবজেক্ট হওয়ার আমার পাস চলে আসে এবং 4.06 জিপিএ পেয়ে যায় .... রেজাল্ট আসা এবং ফোর সাবজেক্ট ভেবে মাথা খারাপ করিনি.. কিন্তু বর্তমানে এই বিষয়ে ফেল থাকার জন্য প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি .... আমার প্রশ্ন হচ্ছে . আমি কি নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন ভাবে ssc পরীক্ষা দিতে পারবো .... নতুন ভাবে পরীক্ষা দিলে কি সরকারী ভাবে কোনো সমস্যা হবে বা ক্ষতি হবে.. আমি আগের কোনো রেকর্ড রাখবো না .. ? 
Share with your friends