যেসব সাবজেক্ট এর দ্বিতীয় পএ অাছে যেমন বাংলা ১ম এবং ২য় এবং ইং ১ম এবং ২য় এই সাবজেক্ট গুলো তে কি ৮০+৮০ =১৬০ এইভাবে এ+ হয়? নাকি ১ম ও ২য় পত্রে মোট ১৬০ পেলে এ+। যেমন ১ম এ ৭৮ অার ২য় তে ৮২ = ১৬০। প্রশ্ন টার উত্তর দিলে উপক্রিত হতাম।
Share with your friends

এসএসসিতে যেসব বিষয়ে ২য় পত্র আছে সেসব বিষয়ে মোট ১৬০ নম্বর পেলেই A+। আলাদাভাবে ৮০ নম্বর পেতে হবে না। যেমন: ১ম পত্রে ৯০ নম্বর ও ২য় পত্রে ৭০ নস্বর। এখন ৯০+৭০=১৬০ নম্বর অর্থাৎ  A+। 

Talk Doctor Online in Bissoy App