শেয়ার করুন বন্ধুর সাথে
Call

   নামাযের শর্তাবলী  ১। নামাযীকে প্রকৃত মুসলিম হতে হবে ২। জ্ঞানসম্পন্ন হতে হবে। (পাগল বা জ্ঞানশূন্য হবে না) ৩। বিবেকসম্পন্ন হতে হবে। (সাত বছরের নিম্ন বয়সী শিশু হবে না) ৪। (ওযু-গোসল করে) পবিত্র হতে হবে ৫। নামাযের সঠিক সময় হতে হবে ৬। শরীরের লজ্জাস্থান আবৃত হতে হবে ৭। শরীর, পোশাক ও নামাযের স্থান থেকে নাপাকী দূর করতে হবে ৮। কিবলার দিকে মুখ করতে হবে ৯। মনে  মনে নিয়ত করতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ